#ভালোবাসার_মরশুম #সৌমেন দত্ত

#ভালোবাসার_মরশুম
#সৌমেন দত্ত
এই মেয়ে শুনছো,অনেকটা পথ এখনও চলা বাকি,
তুমি শুধু আগলে রেখো একটুকরো ছায়া,
ঐ টুকরোতেই জড়িয়ে থাকুক লক্ষ হাজার মায়া।
প্রতিদিন ঘুম ভাঙিও তুমিই একটু আদরে,
সব সুখের গল্প দিনের শুরুতেই চাই সাদরে সমাদরে।
এই মেয়ে শুনছো,পথ চলা বাকি এখনও অনেক ,
তুমি কি জানো..? তুমি রাগলে চাঁদও রাগে, মনমরা হয়ে জেগে থাকে নক্ষত্র শতেক।
তুমি যখন আমার দিকেই ফ্যালফ্যালিয়ে চাও,
অসম্ভবের মরু মাঝেও মন সমুদ্রে পাড়ি দেয় ভালোবাসা বোঝায় নাউ।
এই মেয়ে,অনেকটা পথ এখনও চলা বাকি,
প্রচন্ড উত্তাপের মাঝে মেলে ধরো তোমার ঐ আঁচলখানি,
যদি কখনও হৃদয়ে চলে মুক্তিযুদ্ধ,উষ্ণ ঠোঁটে শীতল কোরো আমার হৃদয় টানি।
এই মেয়ে অনেকটা পথ এখনও চলা বাকি,
তুমি রোজ শিউলি ফুলের গন্ধ মাখা সকাল সাঁঝে,
লুকিয়ে রেখো শুধুই আমায় তোমার বুকের মাঝে।
তুই তো বলিস, বুকের মাঝে বাস করা নয় তোরে সোজা..,
শোন তবে,গোলকধাঁধার শহরের মাঝে ওটাই আমার সহজ ঠিকানা খোঁজা।
#সৌমেন দত্ত
নদীয়া
মোবাইল -৭৯০৮০০৭৫৩৭