পুরনো প্রেম ধুলোর ভিড়ে © শ্বেতা ব্যানার্জী

পুরনো প্রেম ধুলোর ভিড়ে
© শ্বেতা ব্যানার্জী
বসন্ত এলেই নাকি উড়তে থাকে মন,
বলবো কী ভাই,
পেটের তাগিদ ছুটছি সারাক্ষণ।
বসন্ত এলো, প্রেম খুঁজবো সময় কোথায়!
দশটা পাঁচটা অফিস করে
প্রেম পর্ব ঝোলে না মাথায়।
সেদিন এক সুদর্শনা সিট ছাড়লো
মেট্রোরেলে, চুপটি করে
এক লাফেতে মন কাড়লো।
তারপর তো এক ই সময় খোঁজ চলে
মেট্রোরেলের স্টেশন জুড়ে
ঘাম আর ঘ্রাণে খুঁজবো বলে।
তবুও প্রেম এলোনা আর একটি দিনও,
ধুলোর ভিড়ে হারিয়ে গেল
শোধ হলোনা একটু ঋণও।
বুকের রেশে হাত বুলিয়ে রাত্রি জপি,
খুঁজতে থাকি পুরনো
ক্ষণ, খুলে আমার স্মৃতির ঝাঁপি।
কী আর হবে! পৌনে চার পাওনা নিয়ে!
জীবনটাকে বুঝিয়ে বলি
কোমরে মেদ জমেছে,চল বসি গিয়ে।