নদী ও নারী ✒️✒️ দুলাল কাটারী

নদী ও নারী
দুলাল কাটারী
হায় রে নারী জীবন!
ভালোবাসার কথাটি মুখ ফুটে স্বীকার করতে পারে নি।
মেনে নেয় নি পুরুষের কাছে তার উৎসর্জন।
তবে কেন এতোটা নিশুতি রাতেও
তার যৌবন এখনো ঘুমায় নি!
যদি ভালোবাসা না-ই থাকে
তবে কেন কাঙালিনী হয়ে পথ পানে চেয়ে থাকা!
কেন-ই-বা মুখ লুকিয়ে আড়চোখে চেয়ে দেখা!
মৌ-বনে ভ্রমর না এলে বুঝি গোপন কথা হয় না!
আছে যত যাতনা প্রাণে বুঝি আর সয় না!
গন্তব্য যদি মোহনা
তবে কেন এতো আঁকিবুঁকি গতরের খাঁজে ভাঁজে!
কেন-ই-বা বুকফাটা কান্না চোরাবালির বুকে মুখ গুঁজে!