বসন্তের ডায়েরি ✒️✒️ অতসী চক্রবর্তী ঠাকুর

বসন্তের ডায়েরি
অতসী চক্রবর্তী ঠাকুর
ফাগুন হাওয়ায় কেটে গেছে… নিষিদ্ধ মাতাল কল্পনা প্রহর
স্মৃতির পাতায় সুড়ঙ্গ পথে খুঁজে পাই রক্তাক্ত স্বপ্ন অভিযান
বাস্তবে ভেসে যাওয়া পৃথিবী, টাটকা হৃদয়ে ফাল্গুনের অলংকার
আমার প্রতিদিনের সাধনার ভজনে মাখিয়ে রাখি উর্বরতা
বসন্তের চোখ…
সবুজ ছুঁয়ে নিশ্ছিদ্র জালবোনা রোদে লবনাক্ত দেনা
দেবতা চেনায়…
কবিতার নিরাপদ ভেলায় অকৃপণ ছুঁয়ে থাকা বাঁচার রসদ যোগায়
© অতসী চক্রবর্তী ঠাকুর