তোমাকে একটি ফুল ***** রেশম লতা
তোমাকে একটি ফুল
রেশম লতা
বলেছিলে ভালোবাসা করতে__
করেছি, তোমাকে নয়, তাকে; যাকে তুমি চেনো না
দেখোনি কখনো
হয়ত জানো না এখনো সে আমাকে ভালোবাসে
আমি বাসি না, তাই তোমাকে একটি ফুল__
জানি নেবে
বিনিময় ছাড়া যা দিয়েছো তারচে অতি নগন্য এটা
হয়ত চেয়েছিলে ওটা যেটা আমি দিয়েছি তাকে
যাকে তুমি চেনো না, দেখোনি কখনো
হয়ত জানো না এখনো সে আমাকে ভালোবাসে
আমি বাসি না তাই তোমাকে একটি ফুল__
জানি নেবে
তুমি স্বভাবতই ভদ্র
ইতালিয়ান পুরুষের ন্যায় দেহের গড়ন
সিঁথি করা সিল্কি চুল, উপন্যাসের নায়কের মত গোফ, স্বচ্ছ প্রকৃতির মত চোখ আর গণিতের সেকেন্ড ব্রাকেটময় এ্যাস বর্ণের ঠোঁট; ওহ্ কি মায়াময়!
মধ্যবয়সী দুপুর নিয়ে অনাবৃত পাঁজর খুলে সেবার যখন ডেকেছিলে
হেসেছিল আবদ্ধ সময়
এই তো সদ্য তাকে ভুলতে শিখেছি, তুমি যাকে চেনো না
দেখোনি কখনো।