বিপ্লব কলমে — উওম কুমার দাস
বিপ্লব
কলমে — উওম কুমার দাস
ওরা ব্যাকরণ মানেনি
তাই স্থির জলে আরো একবার ঢেউ উঠলো পুরনো স্মৃতিকে ঘিরে।
অভিমান যত বাড়ে বিপ্লবের উন্মাদনা ততই তীব্র হয়।
ওরা ব্যাকরণ মানেনি
মনের দরজা বন্ধ করে শরীরে ওম খুঁজেছিল।
দুমুঠো শান্তি পেয়েছিল ভাতের বদলে
তাই আবার একবার ধরা পড়ল।
ওরা ব্যাকরণ মানেনি
তাই সবটা দিয়ে আবার শুরু করলো… স্মৃতিতে রয়ে যাওয়া কিছু বিস্তৃতি নিয়ে! ভয়ে ভয়ে
ভাঙা প্লেট যদি কারো চোখে পড়ে
ভাঙা কাপে যদি ঠোঁট রক্তাক্ত হয়!
তবু ওরা ব্যাকরণ মানেনি
তাই মৃত্যুর আগে আয়ু ফুরিয়ে গেল
বিপ্লবের যতটা উন্মাদনা ছিল সে ততটা বিপ্লবী হয়ে উঠতে পারেনি….
আজ দূর থেকে দাঁড়িয়ে স্মৃতি হাসছে আর বিপ্লব পরাজিত।
ওরা ব্যাকরণ মানেনি।