আমার কবিতারা ***** মধুমিতা ধর
![](https://www.dinajpurdaily.com/wp-content/uploads/2022/11/pinky-tied.jpg)
Pinky tied.hands images
আমার কবিতারা
মধুমিতা ধর
ভালবাসার ওপর থেকে বিশ্বাস হারালে কলমও সন্তর্পনে সরে দাঁড়ায়
যেন কত কালের অচ্ছুৎ আমি…..
বিদিত শব্দভান্ডার পথ অবরোধ করে।আমার হৃদয় অন্বেষা হতবিহ্বল হয়ে দেখে আমারই প্রজ্ঞার বিপথগামীতা….
তুমি হয়ত জান না
আমার কাছে ভালবাসা ও কবিতা সমার্থক।
ভালবাসা হীন কবিতায় আমি বিশ্বাসী নই
অথচ সেই ভালবাসার নির্যাসটুকু কেড়ে নিয়ে সেই তুমিই আমায় নিঃস্ব করলে
ভালবাসার লাশের উপরে বসে
আর যাই হোক্ কবিতা লেখা অন্যায়।
এক বুকবিস্তৃত মরুভূমিতে দাঁড়ায়ে সৃষ্টির বীজ পুঁতলে আর কি মহীরুহ জন্মায়!
তাই সৃষ্টির বিপরীত বধ্যভূমিতে
অপেক্ষায় শাণ দিতে দিতে হয়ত
পেরিয়ে যাব কোন দুর্লঙ্ঘ্য প্রাচীর
কোনদিন হয়ত পাথুরে শব্দের গায়ে ফুটে উঠবে দু’এক কলি কবিতার চারা।
আর প্রতিটি পাতায় ফুটে ওঠে তোমার মুখাবয়ব
আসলে তুমি, ভালবাসা ও কবিতা
কাউকে ছেড়ে আমি বাঁচতে শিখিনি।
ভালবাসা আমাকে অমরত্বের সন্ধান দেয়
আমার কবিতারা অমৃতের সন্তান।