❞ আবর্ত ═══════ ࿐ Bhaskar Sarkar ©️
![](https://www.dinajpurdaily.com/wp-content/uploads/2024/02/IMG-20240215-WA0046.jpg)
❞ আবর্ত
═══════ ࿐
Bhaskar Sarkar ©️
নদীঘাট পার করেও এক আজনবী ব্যাগে প্রেম কিনে বাড়ি ফিরবে।
এই পণ ━━━━━
কিন্তু কিনতে গেলে তাকে পড়তে হবে মহা বিপদে!সামনেই নিষ্ঠার লাইন।
নিষ্ঠা চায় ভক্তি
কে// ভক্তি চায় ভাব কে// ভাব চায় মহাভাব কে// মহাভাব দেখি চাইতে যাবে প্রেমকে…
এই সুযোগেই খপ করেও ধরে ফেললো প্রেমের লাইন ━━━━━
অনেক ভিড় তো;- পদদলিত হয়ে মারাও যেতে পারে!
আবার ঘরে আনতে আনতে প্রেম ট্রেম মুছেও যেতে পারে!
কিংবা –
কোনোখানে ওই মোছা প্রেমই পুনরায় ফিরে পেতে চাইবে কেউ // হয়তো অন্য কোনো আজনবী লাইনে দাঁড়িয়ে একটি নিষ্ঠা কিনে বাড়িতেও ফিরতে থাকবে ━━━━━
এই ফাঁকে
নদীঘাট পার করিয়ে আর এক আজনবী ওই আজনবীর কাছ থেকে নিষ্ঠাখানি চুরি করে নেবে !
এই পণ ━━━━━
☘️