……..মেমোরিস…….

শ্রী সেন গুপ্ত।

কত অনায়াসে ছেড়ে দিলি এ শহর।
ইচ্ছে হলে আসিস ফের ফিরে।
ফেরত আনিস পুরোনো চিঠি গুলো।
একটা বার পড়বো চুপিসারে।

মনে আছে?কুরুশ দিয়ে বুনে ছিলাম রেশমি সুতোয় চা টেবিলের ঢাকা?
তেমনি আছে একই রকম
তাকের ওপর আলগা পেতে রাখা।

খুব প্রিয় সেই বই টা আমাদের
কি যেন নাম?
আজো ভুলি আগের মতই
পেটে আসছে, মনে ও আসছে ধীরে।
বলছি বলছি…
শরদিন্দুর “তুঙ্গভদ্রার তীরে”…

তুই কি সেই তেমন টাই আছিস?
দশটা দশের লোকাল ধরে ছুটতে ছুটতে অফিস?
গোছানো ড্রেস, চিকন চিবুক ছোট্ট একটা টোল
চশমা আড়াল চোখের ভাষা বুকের মধ্যে দোল।

আমাকে কি যখন তখন ভাবিস একবার?
এই ধর জন্মদিনে কিম্বা আর কিছুতে?
আমাদের তো অনেক স্মৃতি, লক্ষ কোটি হাজার।

তোর সেই উড়ন্ত চুল ঘুরন্ত চোখ ছবিটা সেভ আছে,
ওড়নাঢাকা মুখ টা আমার তোরই বুকের কাছে।

আর বোকা বোকা বর সেজে তুই ছাঁদনা তলার পাশে!
ওহ সেটা দেখে আজ ও আমার বিকট হাসি আসে।
হায় রে! আমার বয় ফ্রেন্ড টার একি বেহাল দশা,
কনে সেজে আমার তখন প্রবল বিয়ের নেশা।

আসিস যদি আনিস ফিরে হারিয়ে যাওয়া তোকে।
সিওর আমি চিনেই নেবো
যে যাই বলুক লোকে।

যাদব পুরের মোড় অব্ধি হাঁটবি আমার সাথে?ফুচকা খাবি? ঘটি গরম? হাত টা দিবি হাতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *