জলস্রোতে ভেসে যায় ******* গীতশ্রী সিনহা
তাকে আমরা বাঁচাতে পারিনি
জলস্রোতে ভেসে যায় গ্রাম, গঞ্জ, আধা শহর
তৈজস পত্র, স্মৃতির স্যুভেনির , মানুষ ও পশুর পূতি গন্ধ শব পাশাপাশি ,
চৌকিতে শোয়ানো অজানা মৃত শিশু
জলস্রোতে ভেসে যায় সব , যা কিছু খুদকুড়ো সঞ্চয় ।
অথচ উৎসব রটে ছেড়া কাশফুলে, অলৌকিক শামিয়ানার তলায়
আলোর রোশনাই ব্যানার , পোষ্টার , স্পনসরের প্রসারিত হাত ।
সন্ধ্যায় গড়িয়াহাটে হ্যালোজেনের বিকীর্ণ অন্ধকারে সুন্দরীর মিছিল
মধ্য রাতে রেঁস্তরায় স্পেশাল মেনু ———
“এবার আলোতে আমরা বন্যা দেখাবো , অবশ্য ,
বাজেটের একটা অংশ আমরা ত্রাণে পাঠিয়েছি । ”
এভাবে সামাজিক প্রতিপত্তি বস্তুত আখের গোছায় !
রঙিন টি. ভি-র পর্দায় চোখ রেখে পরমা সুন্দরী
প্লাবনে ভেসে যাওয়া দূর গ্রামের দৃশ্য দেখে
সে সব কোথায় ? বহূ দূরে বুঝি ?
হয়তো দূরে, বহূ দূরে , আমাদের নাগাল যেখানে পৌঁছাতে লজ্জা পায় !
জলস্রোতে ভেসে গেছে সবকিছু , ভালোবাসা, প্রতিশ্রুতি ,
কোজাগরী পূর্ণিমা |