#ভালোবাসার_মরশুম ***** সৌমেন দত্ত
এই মেয়ে তুমি শুনতে কি পাও..?
প্রতিটি সড়ক যোগে রয়ে গ্যাছে তোমার পায়ের ছাপ,
আজ তুমি ডানে কিম্বা বামে করছো বুকের ভিতর কোলাহল,
মাঘের বৃষ্টি ছুঁয়ে যায় শরীর,
পেতে চায় উষ্ণতা মাখা সৌরভের সকাল।
এই মেয়ে তুমি কি বুঝতে পারো..
ঘুড়ি হয়ে আকাশে ওড়া মনের ছবি..?
রোজ উড়ে যায় তোমার বারান্দায় তোমায় ছুঁতে চায়,
সুতোর নয় মায়ার টানে,
তোমার নরম গালে গল্প লিখে আসি রোজ হাওয়ার পরশে।
এই মেয়ে তুমি কি কিছু বললে..?
তোমার ঐ কথার তীর যখন বারবার বিদ্ধ করতে চায়,
তোমার ঐ চটপটে কথার উত্তর মুখে আসলেও সিগনাল হারা হয় মন,
শুনেছি মেয়েদের চোখ নাকি তার মূল্যবান সৌন্দর্য্য, পুরুষের হার্টবিট বাড়িয়ে দেয়।
তাই হয়ত কিছু চোখের দিকে তাকালেই মন মেনে নিতে শিখে যায়,ভালোবেসে যায়।
বহুবার শুনে এসেছি ফিউচার বাতি ছাড়া প্রেম পতনের কারণ,
কিন্তু এখানে এসে বুঝলাম প্রেমে না পড়লে ফিউচারের দরজা সহজে খোলে না।
মাঝে মাঝে মন টা খুজে পায় না,কোথায় যেন ডুব মেরে বসে থাকে,
তোমার বাম গালের কালো তিলটায় তলিয়ে যায় বারবার বারবার,
গুগল ম্যাপেও তখন ঠিকানা দেখায় না।
সাঁতার দিতে মন চাইলেও অঙ্গ গুলো আর সাড়া দেয় না।
ক্রমশ..
সৌমেন দত্ত
পলাশীপাড়া
নদীয়া