উৎসর্গহীন

ভাষ্কর সরকার

বাতাসেরা কার্নিশ থেকে বয়ে আনে কাকের ডানা ঝাপটানো।
কান পেতে শুনি তার অপমান-ধ্বনি। সময়ের সমুদ্রে দ্রবীভূত হয়ে আছি বড়;─────
একটু জলীয় হতে চাই।
চরম চেষ্টা;─────
রাস্তাঘাট – ভিড় – মাস্তুল আমাকে ছোট করতে করতে একটি রসহীন টিলা বানিয়ে ফেলেছে।

         অধীশ্বর বলে─

        এই টিলাতে ভরা 
  বসন্তে সবুজ হওয়া তো মানায় না রে !

এখন আমি নিজেকে আরও ভাঙতে ভাঙতে মাটি বানালাম।আমার উপর কি কোনো মধু চাষ করাই যায় ?ফোটোতে দেবে কি ফুল ওরা ?এই আর্জি নিয়েই পৌঁছে গেলাম অধীশ্বরের দরজায়।

দেখি তারই দরজায় তালা ঝুলছে।

       আমি কি আজও 
       উৎসর্গহীন শরীর ?

ঐ পথের শিশুটির মতো───
যে কিনা ক্ষুধায়
কাঁদতে কাঁদতে পড়ে মারা গেছে !

☘️

Bhaskar Sarkar ©️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *