রক্ত মাতম
রেশম লতা
রক্ত পুষি, রক্ত চুষি
রক্ত নিয়ে মাতি!
রক্ত আঁকি, রক্ত মাখি
রক্ত আমার সাথী।
রক্তে হাসি, রক্তে ভাসি
রক্তে কান্না করি!
রক্তে খেলি, রক্তে ফেলি
রক্তে ভিজে মরি।
রক্ত চাওয়া, রক্ত পাওয়া
রক্ত সবার মূলে!
রক্ত আগে, রক্ত মাগে
রক্ত যাবেনা ধুলে।
রক্তে নেশা, রক্তে পেশা
রক্তে ডুবছে ভালবাসা!
রক্তে আশা, রক্তে নিরাশা
রক্তে খাচ্ছে ঠাসা।
রক্ত এখন, রক্ত তখন
রক্ত থাকবে সারাজীবন!
রক্ত আমার, রক্ত তোমার
রক্ত হও আগুয়ান।
রক্তে আগুন, রক্তে ফাগুন
রক্তে রণ টালমাটাল!
রক্তে সৃষ্টি, রক্তে বৃষ্টি
রক্তে উপচে বিশ্বনাল।
রক্ত উষ্ণ, রক্ত শুষ্ক
রক্ত হচ্ছে হিমশীতল!
রক্ত অষ্ট, রক্ত ভ্রষ্ট
রক্ত খুঁটে দাবানল।
রক্তে লগ্ন, রক্তে মগ্ন
রক্তে ঘুরছে দিশেহারা!
রক্তে তন্দ্র, রক্তে রন্ধ্র
রক্তে পুড়ছে সর্বহারা।