পুরুষ যদি মায়াবতী হয়
—————-অমল বিশ্বাস
উদ্বিগ্ন হয়ো না
প্রেমিকের শেষ প্রার্থনায় ভয় পেয়ো না
সত্যিকারের পুরুষ অপেক্ষা করছে
যেমন শিশু একটু মায়া চায় শৈশবের চোখে।
পুরুষ যদি মায়াবতী হয়
তার রক্তের দানায় হে মহিলা তুমি প্রেমিক হও
বিশ্বাস করও, কী সুন্দর শীতল রাত
বাতাস, আলো কিংবা জল
প্রতিদিন গ্রহন করও একই নিয়মে,
ভেবে দেখো দু’জনের দায়িত্ব আছে বলে
কেউ তোমাদের দু’জনের সন্তান
একার না।
ভাতের হাড়িতে কেউ চাল, কেউ আগুন
উদ্বিগ্ন হয়ো না,
বিলাসী জীবনে যে গভীর প্রণয়
তা দু’জনের শ্রীমান মুহুর্তের এক অভ্রান্ত সুখ
নিরর্থক না।