কবিতা সংকলন
কল্পোত্তমের কবিতা
১.
জন্ম
মানুষের জন্ম হয়?
বাহ্যিক সৌন্দর্যের ক্ষণস্থায়ী পরিবর্তন
সেকি আরেক জন্ম?
এ রকম কতবার জন্ম নিলে
মনের পরিবর্তন সম্ভব?
রঙের সঙ্গে রঙ মেশালে
রঙের জন্ম হয়।
মনের সঙ্গে মন মেশালেও কি
জন্ম হয় মনের?
শরীরের সঙ্গে শরীর মেশালেও শরীরের?
জন্ম এক জংশন
জন্ম এক সুর
যেখানে মোহিত হয়ে
বেশ খানিকটা সময় কাটিয়ে নেয় জীবন।
২.
পরগাছা
বড় মন, প্রসারিত মন
কাউকে আশ্রয় দেওয়ার আগে ভাবো
নিজেকে কতটা ভগ্ন দেখেও
সুনিশ্চিত করতে পারবে
নিজের নীরবতা,
বটের শিকড়ের চাপে
ফেটে চৌচির হয়ে ওঠা
বৃদ্ধ পলাশের মতো।
পৃথিবীতে যত বন
সকলেই জানে
মোটা হতে হতে পরগাছা
একদিন বিদীর্ণ করে দেয়
আশ্রয়দানকারী গাছের বুক।