ক্যানভাস

গীতশ্রী সিনহা

শীতের মেঘলা দুপুরে ভেসে আসে মানুষের ঘুমন্ত নিঃশ্বাস
অনতিদূর শমীবৃক্ষের ছায়ায় অপ্রাপ্ত যুবকেরা ক্রিকেট খেলে
যক্ষ-চড়ুইয়ের নির্বান্ধব স্বর, রমণী হাতের চাপাকলের শব্দ মৌতাত
তেমন কোনো নির্জনতা উপস্থিত নয় চারিপাশে…

বর্তমানে বিস্তীর্ণ দিগন্ত দৃশ্যমান, দেখা যায় নারিকেল সারি
গাছের ছায়ার মতো দীর্ঘ নিরালায় জ্যোৎস্না নামে
আমাদের সুখ নেই, আছে প্রশস্ত অট্টহাসি। সমুদ্রের গভীরে স্থির
নীল ঘাসপাতা
অগোচরে এখানে দম্পতি এসেছিলো পদ-চিহ্ন রয়ে গেছে আজও
আমাদের শোক নেই, আপাতত মানুষহত্যার বিন্দুমাত্র ইচ্ছে নেই —
শিক্ষাপাঠে রপ্ত হয়েছে সশস্ত্র বিপ্লব কোনো সাবমেরিন নয়,
কিম্বা পুরাণের উড্ডীয়মান পুষ্পকরথ

আমাদের বনানী নেই, বনানীকে মনে রেখে প্রাসাদের বিস্তৃত
হাহাকার আছে। বনানী কোনো প্রকৃতি নয়, মেঘ নয়, নয় ধ্রুবতারা
বনানী নামের সেই অপরিচিতা যুবতী… আজও বেঁচে আছো এই
নাগরিক সভ্যতায় ,
বিমূর্ত প্রতীক নও —- তুমি শুধু আটপৌরে নারী।মানুষের ভিড়ে,
অবচেতন গভীর প্রত্যয়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *