রাতের পৃথিবী
টুলা সরকার
রাস্তার আলোগুলো আজ জ্বলেনি।
পথের দুপাশের দোকানের আলোতে-
গাড়ির হেডলাইট রাস্তা আধা আলো-আঁধার।
রিক্সা মেলেনি, রাত দশটা পার হয়েছে।
দোকানের শাটার টানার শব্দ।
বন্ধ দোকান বাড়ালো আরও আঁধার।
দু- চারটে সারমেয় একটানা ডেকে চলছে।
এ এক অন্য পৃথিবী, শীত রাতের পৃথিবী।
আশেপাশে বাড়ির জানালা- দরজা বন্ধ।
দু একজন পথচারী ত্রস্থ এগিয়ে।
ধীরেধীরে রাত গভীর, বাড়ির পথে।
এ যেনো এক পৃথিবীর মধ্যে আরেক পৃথিবী।
শীত রাতের এই দৃশ্য আগেও বহু দেখেছি।
কিন্তু এভাবে নয়,একাকী ভাবনায় কতকিছু।
ক্রমশ সমস্ত পৃথিবী যেনো নিদ্রায় আচ্ছন্ন।
জগতের এই রূপ অন্যভাবে দিয়েছে ধরা।
রাতের নৈশব্দ এক মায়াবীর হাতছানি।
অভিজ্ঞতায় এক অন্য রাত,অন্য কাহিনী।
ভাবতে ভাবতেই বাড়ির গেটে পৌঁছালাম।
তালা খুলে ঘরে ঢুকে আলো জ্বালাতেই-
ঘরের আলোকিত রূপ মনের স্বস্তি।
নিজের সাথে নিজের কথোপকথন।
ফেলে আসা দিনের জাগ্রত চেতন।
রজনী জেগে আমার জন্য।
বিনিদ্র রাত্রির সাথে নিয়মিত যাপন।