অন্য_তুমি

@ পাপিয়া।

~~~

ঝাপসা,তবু জলছবিতে অন্য “তুমি”
বেপরোয়া নিষেধ ভাঙার স্বপ্নভূমি
অন্য “তুমি”র নেশায় ডোবে যে পাগলামি
পদ্মপাতায় টলমলে জল বিপথগামী।

নিঃস্ব হওয়া সোহাগ তখন বিচ্ছুরণে
ইমন বাজে সারেঙ্গীতে ভেতর মনে।
রাতের তারা চুপকথাদের গল্প শোনে
শক্ত মুঠো আকাশ কুসুম স্বপ্ন বোনে।

সত্যি যখন ভুলের পাতার পর্দা সরায়
মুখ মুখোশের লুকোচুরি বৃষ্টি নামায়।
প্রশ্নগুলো উথলে পড়ে মনের কোণায়
বন্ধ চোখে ভরসা শুধুই রক্ত ঝরায়।

ঠুনকো জেনেও দিনবদলের সুপ্ত আশা
অঙ্গীকারের মিথ্যে বলয় খেললো পাশা।
মিটিয়ে দিল সব অভিযোগ রঙ তামাশা
বুঝলো যাপন, আসল “তুমি” শব্দচাষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *