সম্পাদকীয় কলমে —- গীতশ্রী সিনহা।
সম্পাদকীয়
ফিরে এলাম আমরা দিনাজপুর ডেইলি ওয়েবসাইট ম্যাগাজিন কে সাথে নিয়ে কয়েকটা দিনের ব্যবধানে।
শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সাহিত্য – সংস্কৃতির একটি বার্ষিক উদযাপন। এ যে এক শীতকালীন বই পার্বণ! ৪৭ তম বইমেলার থিম কান্ট্রি এবার ব্রিটেন। প্রকাশক, পুস্তক বিক্রেতা, লিটিল ম্যাগাজিনের প্রকাশক এবং কবি – সাহিত্যেকেরা কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে উৎসবের আমেজে উদযাপিত করে থাকেন।
প্রসঙ্গত, গত বছর বইমেলায় প্রায় ৯০০ টি রাজ্য, জাতীয় ও আন্তজার্তিক প্রকাশনীর স্টল ছিল। ৪৫ বছরের রেকর্ড বলে জানাই বইমেলা কর্তৃপক্ষ এবং কমবেশি ২৬ কোটি টাকার বই বিক্রি হয়েছে ২০২৩ এর আন্তর্জাতিক বইমেলায়। কলকাতা শহরের চিরকালীন ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বই – উৎসব মনে করি। আড্ডা, তর্ক, আলোচনায় বইয়ের জগতে আলোড়ন তৈরি করা সময়ের মধ্যে দিয়ে উৎসবমুখর বইপ্রেমী মানুষদের মিলনমেলা সফল হোক কামনা করি।
সাহিত্য শুভেচ্ছা জানিয়ে আজ এইপর্যন্ত। আগামী সংখ্যায় ফিরে আসছি কিছু ধারাবাহিক উপন্যাস – গল্প এবং আরও কিছু নতুন লেখা নিয়ে।