দূরত্ব
তিতাশ মাহমুদ
তুমি কখনোই আমার কথা ভাবো নাই বিয়াইন
বুঝনাই আমার আকুলতা
শোননাই হৃদয়ের স্পন্দন-
আমার গভীর নিখাদ ভালোবাসা!
ডাইরির পাতা জুইড়া অভিমানের কান্দুন
তোমার ঘর মুখো উনুনে জ্বইলেছি বারোমাস
পাওনের খাতা শূন্য পইড়ে থাকে
অব্যাহত থাকে আমার দানের অভিযান!
তবু তুমি ভালো থাইকো সারাদিন!
তোমার আশা-নিরাশার দোলাচলে আমি দোদুল্যমান
তোমার প্রতিদিনের কথা দেয়া-নেয়ার নৌকোয়
অনেক লাগছে দখিনা হাওয়া
তুমি বিয়াইন একটাও কথা রাখোনাই!
অতঃপর…
তোমার নিদারুণ অবহেলায় ম্যালা পুড়েছি
ভাবিসাবরেও কইছি বারবার
তোমার স্বপ্ন বিলাসী দৌড় কেউ থামাইবার পারে নাই
তাই;
দিনে দিনে তোমার আমার দূরত্ব বাইড়া যায় যাক!
এখন আমি আর ভালোবাসা চাইনা প্রিয়!
দিনান্তর দোঁহের মাঝে বাবলার বন!
*নতুন ধারার কবিতা। প্রেম কোন্দল।