ভ্রমণ
ডরোথী দাশ বিশ্বাস
আদুরে শীত গায়ে মেখে নিজ বাসভূমের কঠোর যত্নে বেঁচে থাকার নাম যাপন
অদৃশ্য শৃঙ্খল ভেঙে যায় কখনো কখনো,
অনুভব করি পরিকল্পিতভাবে বয়ে চলা জীবনের অমোঘ টান
ছুটে যাই উড়ে যাই দূরে যাই মানচিত্র মেনে
কে খাদ্যরসিক, কে পেটুক,
কে অকারণে পেটে খিল আঁটতে জানে—
কার দরাজ দিল, কে বা কঞ্জুষ ভারি
পথ চলতে চলতে এসব বুঝে নিতে পারি।
রাত বাড়ে, সময় বয়ে যায়
আকাশ ঢেকে যায় কুজ্ঝটিকায়
দৃশ্যমানতা ক্রমে ক্রমে কমে যায়
ট্রেনের হুইসল্ দূরে ঐ শোনা যায়।
এক মন থেকে অন্য মনে বিচরণ—
সেও তো ভ্রমণ।
কে কাকে ফেলবে ফাঁদে
ফন্দি আঁটে, বোকা কাঁদে।
চতুর গলায় গা মা পা ধা,
মানসপটে জটিল ধাঁধা।
ভদ্র ঠোঁটে আলতো হাসি
দুধপুলি মালপোয়া বাসি
কারও মানসঅরণ্যতে
প্রাসাদ ছেড়ে ঘুরে আসি।