২০২৪ সালের প্রথম দিন বালুরঘাট থেকে শুভ সুচনা বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেসের
২৭শে ডিসেম্বর, বালুরঘাটঃ ২০২৪ সালের প্রথম দিন চালু হতে চলেছে বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস এমনটাই খবর রেল সুত্রে, জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এই দিন বালুরঘাট স্টেশন থেকে এই ট্রেনের যাত্রার শুভ সূচনা করবেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব, উপস্থিত থাকবেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। এমনটাই জানান একলাখি বালুরঘাট রেল উন্নয়ন ও যাত্রী কল্যাণ সমিতি চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়। এই বিষয়ে তিনি আমাদের জানান সাংসদ তাদের এইদিন ফোন মারফৎ জানিয়েছেন ডিসেম্বর মাসে ২৪ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বাতিল হবার কারণে ঐদিন প্রধানমন্ত্রীর হাত দিয়ে বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস চালু হতে পারেনি, তাই আগামী বছরের প্রথম দিনেই বালুরঘাট স্টেশন থেকে চলতে চলেছে বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস।
তিনি আরও জানান শিয়ালদহ থেকে প্রতিদিন রাত ১০টা ৩০মিনিটে ছেড়ে বালুরঘাটে সকাল ৮টা৩০মিনিটে প্রবেশ করবে আবার বালুরঘাট থেকে রাত ৭টায় ছেড়ে সকাল ৪টা২০মিনিটে শিয়ালদহে প্রবেশ করবে। পাশাপাশি গৌড়লিঙ্ক এক্সপ্রেস বালুরঘাট থেকে চলবে, যার ফলে জেলার বাসিন্দারা গৌড় এক্সপ্রেস ট্রেনের সুবিধা নিতে পারবে। পাশাপাশি বালুরঘাট স্টেশনে একাধিক পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে যার ফলে জেলাবাসি খুব শীঘ্রই বালুরঘাট থেকে পেতে পারবে বালুরঘাট চেন্নাই, বালুরঘাট নিউ দিল্লি ও বালুরঘাট গুয়াহাটি এক্সপ্রেস, যার ফলে জেলা বাসির দীর্ঘদিনের দাবী পূরণ হবে বলে জানান একলাখি বালুরঘাট রেল উন্নয়ন ও যাত্রী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়। এছাড়াও বালুরঘাট একটা অত্যাধুনিক রেল স্টেশনে রূপ নেবে আগামী কিছুদিনের মধ্যে। আর এই সব উন্নয়ন পেয়ে খুসির হাওয়া জেলায়।