সম্ভবত বালুরঘাট স্টেশনে ১লা জানুয়ারী থেকে চালু হবার সম্ভাবনা পিট লাইনের কাজ
৯ই জানুয়ারী, বালুরঘাটঃ বালুরঘাট থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে চালু হবার সম্ভাবনা বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস, গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে নতুন এই ট্রেনের কথা জানাই রেল। এবার সম্ভবত ১লা জানুয়ারী থেকে পিট লাইন চালু হবার সম্ভাবনার কথা শোনা গেলো রেলের তরফ থেকে। পিট লাইন চালু হলেই বালুরঘাট থেকে আরো তিনটি ট্রেন পরিষেবা চালু করতে পারে রেল। যার মধ্যে থাকতে পারে নিউদিল্লী বালুরঘাট এক্সপ্রেস, বালুরঘাট যসবন্তপুর এক্সপ্রেস ও বালুরঘাট গুয়াহাটি এক্সপ্রেস।
পিট লাইন চালু করার খবর প্রকাশ্যের সম্ভাবনা সামনে আসতেই এবার জেলা বাসি আশায় বুক বাধছে বালুরঘাট স্টেশন থেকে সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ট্রেন চালু হতে পারে। যা ইতিমধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার বালুরঘাট স্টেশনে এসে এইকথা জানিয়ে গেছেন।
একলাখি বালুরঘাট রেল উন্নয়ন ও যাত্রী সমাজ কল্যাণ সমিতির চেয়ারম্যান স্মৃতিস্বর রায় আমাদের জানান পিট লাইন চালু হলেই নিউদিল্লী বালুরঘাট এক্সপ্রেস, বালুরঘাট যসবন্তপুর এক্সপ্রেস ও বালুরঘাট গুয়াহাটি এক্সপ্রেস চালু হবে শুধু নয়, বালুরঘাট কাটিহার ও বালুরঘাট মালদা টাউনের মধ্যে ইমু ট্রেন পরিষেবা চালু হবে।