ডিসেম্বর মাসেই চালু হতে চলেছে বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস, বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রেলবোর্ড
৭ই ডিসেম্বর, বালুরঘাটঃ ডিসেম্বর মাসেই চালু হতে চলেছে বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস, বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রেলবোর্ড, এমনটাই জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বৃহস্পতিবার দিল্লী থেকে ফোন মারফৎ এই কথা জানান একলাখি বালুরঘাট রেল উন্নয়ন ও যাত্রী কল্যাণ সমিতি চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়কে। এই বিষয়ে তিনি আমাদের জানান সাংসদ তাদের এইদিন সন্ধ্যায় ফোন মারফৎ জানিয়েছেন চলতি মাসেই বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস চালু হতে পারে। শুক্রবারে এই বিষয়ে রেলবোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে বলে সাংসদ একলাখি বালুরঘাট রেল উন্নয়ন ও যাত্রী কল্যাণ সমিতিকে।
তিনি আরও জানান সম্ভবত শিয়ালদহ থেকে প্রতিদিন রাত ৯টা ১৫মিনিটে ছেড়ে বালুরঘাটে সকাল ৬টায় প্রবেশ করবে আবার বালুরঘাট থেকে রাত ৮টায় ছেড়ে সকাল ৫টায় শিয়ালদহে প্রবেশ করবে। পাশাপাশি গৌড়লিঙ্ক এক্সপ্রেস এর পরিবর্তে একি সময় বালুরঘাট মালদা প্যাসেঞ্জার ট্রেন চলবে, যারফলে জেলার বাসিন্দারাও এই ট্রেনের মাধ্যমে মালদা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেনের সুবিধা নিতে পারবে। এরফলে জেলাবাসির দীর্ঘদিনের দাবী পূরণ হবে বলে জানান একলাখি বালুরঘাট রেল উন্নয়ন ও যাত্রী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়। ঘটনায় খুসির হাওয়া জেলায়।