সিঙ্গাবাদ, রাধিকাপুর ও হলদিবাড়ি সীমান্ত দিয়ে যাত্রীসেবা শুরুর উদ্দ্যোগ রেলের, করা হলো টেন্ডার
কাটিহার, ১৯শে অক্টোবরঃ সিঙ্গাবাদ, রাধিকাপুর ও হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাত্রীসেবা শুরুর উদ্দ্যোগ নিলো উত্তরপূর্ব সীমান্ত রেল। সেবা শুরু করতে যাত্রী সুবিধা ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য রাস্তা, আলোর ব্যাবস্থা ও র্যাম্প নির্মানের জন্য টেন্ডার করলো উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন। এতো দিন পযর্ন্ত শুধু মাত্র এই তিন রুট দিয়ে রেলের মাধ্যমে পণ্য রপ্তানিতেই ব্যাবহৃত হতো, যা দিয়ে এখন যাত্রী পরিষেবা চালুর ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করতে শুরু করলো ভারতীয় রেল।
এতোদিন উত্তরবঙ্গে মহদিপুর, হিলি, ফুলবাড়ি ও চেংরাবান্ধা দিয়ে যাত্রী পরিষেবা চালু ছিলো, চলতি বছরের শুরুতে হলদিবাড়ি হয়ে এনজেপি ঢাকা ট্রেন পরিষেবা চালু হলেও সিঙ্গাবাদ, রাধিকাপুর ও হলদিবাড়ি দিয়ে দুই দেশের মধ্যে কোন যাত্রী সেবা ছিলো না। এবার এই রুট দিয়ে যাত্রী সেবা চালুর খবরে খুসির হাওয়া দুই দেশের মানুষের মধ্যে।
কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার জানান এই রুট দিয়ে যাত্রী সেবা চালুর করবার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন করবার জন্য টেন্ডার করা হয়েছে।