“শব্দ-বিলাসী” কলমে: সাহানা
“শব্দ-বিলাসী”
কলমে: সাহানা
পদ্যমাখা ছন্দের বিলাসী শব্দেরা-
ছড়িয়ে পড়ছে এদিক ওদিক;
ধুলোমাখা একটানা সরু পথে-
কখনও আলের ওপর,
আবার কখনও মাঠের সবুজে-
খেতে চাষ হচ্ছে আলু, ধান, গম-
আর…..আর শব্দ!
হ্যাঁ, বিলাসী শব্দ, উন্নাসিক শব্দ
বিনীত শব্দ, আবার কোথাও-
শুধুই শব্দের জমা পচা
বিকৃত লাশ!
এতো শব্দের শব, কোথায় থাকবে?
পুঞ্জীভূত মেঘের মত আকাশে?
তারপর, আকাশ থেকে টুপটাপ
বাদল ঝরবে? নাকি, শব্দগুলো
আনাচে কানাচে অস্তিত্ব রক্ষার
খাতিরে হয়ে যাবে স্তব্ধ-
বাকরুদ্ধ, কিংবা বারুদ বা
বিস্ফোরকের তাড়নায়-
ঝলসে পুড়ে খাক্ হবে!