মনে রেখো — উদয় ভানু চক্রবর্তী
মনে রেখো —
উদয় ভানু চক্রবর্তী
বাড়ির পেছনে সবার অপছন্দের লাজুক কলাগাছের সারি ছাড়া আর কিছু জোটে নি পোড়া কপালে, এর বেশী পাওয়ার সামর্থও ছিল না তোমার!
একবার ফল আসার পর সবাই ত্যাগ করেছে ওদের। শুধু মাটি, বাতাস আর রোদ্দুরটুকু ছেড়ে যায় নি, এখনও ছুঁয়ে থাকে শিশির কি এক অনাবিল মায়ায়।
সেই পরিত্যক্ত নিষ্ফলা সারিবদ্ধ সবুজ দীর্ঘশ্বাসটুকুই শেষ অবধি থেকে গেছিল তোমার জন্য!
বর্ষায় প্রথম কদম ফুলের গন্ধে যখন জগৎ মেতে ওঠে, ময়ূরী পেখম মেলে সঙ্গীর খোঁজে, একলা দুপুরের নিঝুম মুহূর্তরা প্রাণে দোলা জাগায়-
তাকিও ওই জনমদুখী কলাগাছদের দিকে, ওদের পাতার দিকে!
তুমি কবি বলেই লক্ষ্য করো ওদের গ্রন্থিতে গ্রন্থিতে সুসজ্জিত কত কবিতার খাতা- গুছানো অগুনতি অক্ষরের মেলা, নতুন ভোরের ঠিকানায় আষ্টেপৃষ্ঠে জড়ানো ম্রিয়মান ভাল পালা- নরম কান্ডগুলো!
অথচ কেউ জানে না যে ওরা কলাগাছই নয়,
ওরা আসলে তোমার কবিতার খাতা!
যে খাতায় তুমি লিখেছো হাজার কবিতা-
আমার কথা ভেবে ভেবে !!
No one knows what wanders through your imagination…
Gazing the foggy horrizon, into the stratosphere, the unfathomable cosmos..
The heavenly fragrance touches your mind and you write ..scratch and write and scratch again..
My poet!