ধর্মের নামে ***** নূপুর রায় (রিনঝিন) ।
ধর্মের নামে
নূপুর রায় (রিনঝিন)
মানব ধর্মের অন্তর হয়েছে আজ শূন্য
ব্যস্ত সবাই আপনাকে করতে পরিপূর্ণ।
দশ ও দেশের জন্য ভাবছে ক’জন আর
ব্যস্ত নিজ নিজ পকেট ভরতে আপনার।
ধর্মের নামেই বিভেদ চলছে মানুষে মানুষে
মনুষ্যত্ব লোপ পেয়েছে মহাসংকট দেশে।
দশ ও দেশের নামেই চলছে অবিচার
অনিশ্চিত ভবিষ্যত শুধু ব্যভিচার ।
এখনো মানব ধর্ম জেগে উঠলে সব অন্তরে
অমরত্ব লাভের আশা মিটতে পারে বন্ধু রে !
অমরত্ব নয়তো অমর! থাকবে সকল মনে
নশ্বর দেহ পুড়ে ছাই! তবু রবে স্মরণে প্রাণে।