“ভালোবাসা তোলা থাকুক” ***** পূর্বা ঘোষ
“ভালোবাসা তোলা থাকুক”
পূর্বা ঘোষ
ভালোবাসা তোলা থাকুক
শেষ হিসেবে কম পড়বে যার,
তার জন্য
ভালোবাসা তোলা থাকুক
একটু ছোঁয়া পেলেই
যার মধ্যে প্রান সঞ্চার হবে
তার জন্য
ভালোবাসা তোলা থাকুক
ভালোবাসাহীনতা সখ নয়
প্রয়োজন যার
তার জন্য
ভালোবাসা তোলা থাকুক
মানুষ হয়ে মানুষের জন্য যে থাকে সবসময়
তার জন্য
ভালোবাসা তোলা থাকুক
জীবনের কালো রঙ ছাড়া আর কোন রঙ দেখেনি যে শিশু
তার জন্য
ভালোবাসা তোলা থাকুক
যে মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে
লুন্ঠিত হয়ে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়
তার জন্য
ভালোবাসা তোলা থাকুক
সেই মা যে তার সন্তানের মুখে খাবার তুলে দেবার জন্য
পণ্য করে নিজেকে
তার জন্য
ভালোবাসা তোলা থাকুক
যে বাবা অক্লান্ত পরিশ্রম করে দিনরাত্রি
সংসারের বোঝা বহন করার তাগিদে
তার জন্য
ভালোবাসা তোলা থাকুক
আমার সব সন্তানরা
ভালোবাসার ছোঁয়ায় নতুন করে বাঁচার তাগিদ অনুভব করবে
তার জন্য
সবশেষে অবশিষ্ট কিছু থাকলে ভালো
না থাকলেও ক্ষতি নেই
আমার লাগবেনা
ভালোবাসা তোলা থাকুক।।