বায়োস্কোপ ওলা ****** কলমে দীপ্তি নন্দন।
বায়োস্কোপ ওলা
কলমে দীপ্তি নন্দন।
বসেছে আজ রথের মেলা,
নিয়ে হরেক রকম খেলা,
আছে ম্যাজিক, নাগরদোলা,
আর আছে বায়োস্কোপ ওলা।
আজব সুরের গান শুনে ভাই,
ছেলেরা সব ছুটে আসে তাই।
গোল ফুটোতে চোখটি রেখে,
কত কিছুই যে দৃশ্য দেখে!
দেখে, সুনীল আকাশে মেঘের ভেলা,
সেথা বকের দলের চলছে খেলা!
নাচ গান আর হরেক ছবি তে,
কল ঘুরিয়ে সবার মন মাতাতে,
রঙীন পাগড়ি এক জড়িয়ে মাথায়, তার আজব সুরের গান যে শোনায়!
ছায়াছবির সীন গুলো সব মন ভোলা!
মেলার মাঠে ঐ এসেছে বায়োস্কোপ ওলা!