বড় বাস্তব *** তনুজা চক্রবর্তী
বড় বাস্তব
তনুজা চক্রবর্তী
যারা আপন হয়েও, অপরিচিত
তারা আত্মার আত্মীয় নয়।
ওরা জন্মকে বিদ্রুপ করে,
ধর্মকে এগিয়ে দেয়।
বলে, যা করছো সবটাই ভুল!
গলায় সুর, কলমে শব্দ তবু আসে।
সে এক পাখির ঠোঁট থেকে ঝরে পড়া বীজ,
পাখিরা উড়ে যায়, ভুলে যায় সব–
বীজ থেকে চারা হয়, তারপরে গাছ।
জীবনভর কেবল দিয়ে যায়—
লিখিয়ে নেয় জীবনের কথা ।