ঘুণপোকা অনুগল্প / গীতশ্রী সিনহা
অনুগল্প / ঘুণপোকা
গীতশ্রী সিনহা
————–
সাহিত্যপ্রেমী ভাবনা উদার গলায় আবৃত্তি করতে ভালবাসতো | স্কুল জীবন থেকে
নীতি , আদর্শের সাম্যবাদী রাজনীতিতে যোগ | প্রচ্ছন্ন তৃপ্তি আর গর্বে উজ্জ্বল ভাবনা , রক্ত
গরম করা স্লোগানে গলা মেলাতো |মুঠো ভরা অফুরন্ত জীবন , হাতভরা অঢেল সময় |
সাথে পায়ের তলে দাপিয়ে চলার মতো শক্ত মাটি |
——–“মেয়েদের এতো লাগাম ছাড়া চলতে নেই | পরের ঘরে যেতে হবে” —
আতঙ্কিত মা বলতেন প্রায়ই | রাজনীতির তার্কিক ঢং-এ অক্লেশে হেসে উড়িয়ে দিত ভাবনা ।
হতাশ মা বলতেন — ‘শেষে বুঝবি |’
আরম্ভ হয়ে গেল শেষের শুরু |
ভাবনার চাঞ্চল্য উদ্যমে মুগ্ধ অনুভব ব্যানার্জী গোধুলি লগ্নে হাত ধরে তার |
অনুভবের সমকালীন বর্তমান এবং আগামী ভবিষ্যত পূরণ করতে গিয়ে ভাবনা তার
নিজের ইচ্ছা গুলিকে কবে যেন হারিয়ে ফেলেছিল |সংসারের মানুষগুলো কেমন যেন অন্য
গ্রহের মানুষ হয়ে গেল | সেটা বুঝতে বুঝতে সময় চলে গেল অনেকটা |
সেদিনটা ছিল ওদের প্রান্তিক বিবাহবার্ষিকী | চলে গেল অনুভব | ভাবনাকে করে
দিয়ে গেল মূল্যহীন আর কেমন যেন অচ্ছুত অপরাধী | কখন যেন সমস্ত
রক্তক্ষরণ , হাহাকার, আর যন্ত্রণা পরিণত হয় অসহায় অনুভূতিতে |বন্ধনহীন -সঙ্গীহীন
মনে হতে লাগে নিজেকে | নিঃশব্দ চিৎকারে বলতে থাকে — চুপ ! চুপ !
চুপ হয় না সে | ভেতরের কে একজন বলতে থাকে ভাঙা রেকর্ডের মতন — তোমার ” তুমি ” টা কোথায় গেল ভাবনা !!!!!
মা-এর মুখ ভেসে ওঠে বেঠিক সময়ের চালচিত্র |
নিজেরই অলক্ষ্যে ঘূণপোকায় আক্রান্ত হয়েছিল ভাবনা |