জীবনের রাগ রাগিণী / বাণী চন্দ দেব
জীবনের রাগ রাগিণী / বাণী চন্দ দেব
——————————————————-
বাঁ হাতে মশারীর খুঁট খুলে ঘরের ভিতর
ভোর এনে দিত বাবা
সেদিন কলকাতা যাবে অফিসের কাজে,
শরীরের সব আরাম খুলে রেখে
মা ততক্ষণে রান্নাঘরে –
তার ফরসা কপালে লাজুক আকাশ,
উনুনে আতপচালের টগবগে ধোঁয়ায়
ভৈরবীর সুর থাকতো লেগে।
টিফিন পিরিয়ডে প্রতিদিন আচার,পরোটা, পাঁউরুটির
বিনিময় চলতো বীণার সাথে,
একদিন ওর মেহেন্দি রাঙা হাতে
গুঁজে দিলাম চমৎকার কেকের টুকরো –
ইরানী রাজকুমারীর মতো সুন্দর মুখখানি ঘিরে
যে গান আলোকিত হলো
তার নাম শুদ্ধ সারং।
কলেজ থেকে ফেরার পথে
অনসূয়ার পাশে সাইকেল হাতে
হেঁটে যায় নীলাঞ্জন,
মায়াবী আলোয় মাঠের শুখনো পাতার উপর দিয়ে
তাদের হেঁটে যাওয়া
যে সঙ্গীত নির্মাণ করে
তা হলো ইমন।
একেকটা অনিদ্রার রাত
হিসাব নিকাষের কাটাকুটি খেলায় হেরে গেলে
বিভ্রান্ত মন মালকোশে আশ্রয় পায়।
আজও সকাল, সন্ধ্যে
কখনো টোড়ি কিংবা বৃন্দাবনী সারং
দীপক বা ঠাঁট ভৈরবী
বেঁধে নেয় জীবন,
জড়িয়ে থাকে তার রূপ, রস, গন্ধ নিয়ে
এভাবে চলতে থাকে……চলতেই থাকে।
***