বলতে পারি _________ তনুজা চক্রবর্তী
বলতে পারি
তনুজা চক্রবর্তী
অনেক কিছু’ই বলতে পারি,বলিনা কেন জানো?
এক জীবনে সবটা বলা যাবে না কক্ষনো।
কেটেছেঁটে বেছেবুছে সাজিয়ে দিলে পাতে,
না বুঝে গিলে বদ হজমে পেট ছেড়ে দেয় তাতে।
ইতিউতি দুর্গন্ধ হাত চলে যায় নাকে,
রেখে ঢেকে সামলে খাও, বলব আর কাকে!
তারচেয়ে বাপু চুপ থাকাটাই এখন দেখি শ্রেয়,
বোবার কোনো শত্রু নেই,করে’ওনা কেউ হেও।
তারপরেও বলতে হয় বিশেষ কিছু কথা
ছুঁড়তে হয় শব্দবাণ আদায়ে স্বাধীনতা।
আঁধার শেষে আলোর হাসি ফুটবে মুখে মুখে,
ভাবিনা ওই ওরা’ তো আছে বিপদ দেবে রুখে।