অজস্র শব্দের অতীত শান্তালতা ____ বিশই সাহা
অজস্র শব্দের অতীত
শান্তালতা বিশই সাহা
মনের কোণের গল্পগুজব নীরব থাকে বাইরে।
নিত্য রাত যখন আত্মমগ্ন নিঝুম ঘুমঘোরে ;
তখন ঠোঁটের কোণের খিল দেওয়া কথাগুলো
বিদ্রোহী হয়ে উঠে,
বুকের আতুড় ঘরের শব্দগুলো দলতে চায় সাদা সকাল।
দিনের শেষে ক্লান্ত মেঝেয় নিয়ন আলোয়,
নিদ্রাহীন তারারা বসে বসে হিসেব কষবে
ধূসর পাণ্ডুলিপি জুড়ে।
সারাদিন যে অজস্র শব্দের চারপাশে ঘোরাফেরা করি,
তার ধ্বনী-প্রতিধ্বনী স্পর্শ করে মন-প্রাণ,
অমিত উজ্জ্বলতায় বুনে চলি শব্দের বুনন।
নিষ্প্রদীপ ঘরে তখন আলো জ্বলে উঠে,
লেখার টেবিল জুড়ে নামে বৃষ্টি_
আমার নির্ঘুম যাত্রায়।
যাযাবর মনের বাহানাকে প্রশ্রয় দিয়ে ফিরে দেখি
মেঘে ঢাকা শ্রাবণ,
রাতদিন বিদ্যুতের ঝিলিক,
শ্রুতিতে জাগে অপার্থিব সৌরভ।
বুকের খাতায় চাপা বৃষ্টি নামে,
খাতায় ফুটে উঠে কান্নার দাগ,
যে দাগ অজস্র শব্দের অতীত।
গুটি গুটি ঘুম নামে ক্লান্ত মনে,
ঘুম ঘুম চোখে ক্লান্তি ভরা নিত্যতায় অনুবর্তিত,
দিবারাত্রির সুখনিদ্রা আসুক নেমে।