“অশরীরী আত্মা” ✒️✒️ -সান্ত্বনা মজুমদার
“অশরীরী আত্মা”
-সান্ত্বনা মজুমদার
আমি সেই রাতেই আত্মহত্যা করেছিলাম
যে রাতে তুমি আমার শরীর ডিঙিয়ে
অন্য শরীরে মিলিত হয়েছিলে।
সাগরের তলদেশ অব্দি পরিষ্কার ছিল
আমি দেখতে পেয়েছিলাম জলজ উদ্ভিদ
সাগরের বুকেই তার বসবাস…..
অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলাম,
আমি সমুদ্র দেখেছি,তরঙ্গ দেখেছি
আকাশে পেঁজা তুলোর মতো মেঘ,
ভাসমান জাহাজ। ডেকে দাঁড়িয়ে থাকা নাবিক,তার উজ্জ্বল দুটো চোখ
অতল তলিয়ে দেখিনি……..
কষ্ট গুলো বাষ্প হয়ে আকাশে ভাসছিলো
সে রাতে খুব বৃষ্টি নেমেছিলো
আমি সারা রাত জেগেছিলাম,
দখিনের জানালা খুলে বিদ্যুতের চমক দেখেছি
প্রচণ্ড ঘৃণায় মিথ্যা ভালোবাসার খোলস ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম……
সেই থেকে আমি অশরীরী আত্মা
একই ছাদের নীচে দুজনার রাত পোহায়
তবুও মিলিত হয় না এক আত্মা অন্য আত্মায়……