উপলব্ধি ✒️✒️ নূপুর রায় (রিনঝিন)
উপলব্ধি
নূপুর রায় (রিনঝিন)
একটা প্রাচীর তুলেছি চারপাশে।
এখন আর ভয় হয় না।
ঘর পোড়া গরুর মতো সিঁদুরে মেঘ দেখে!
যা কিছু ছোঁয়াচে শিখেছি এড়িয়ে যেতে।
শিখেছি ভালো মন্দ থেকে সু কে গ্রহণ করতে।
কু এখন আর ছুঁতে পারে না।
তাই মন্দেরা কু কু বললে- মাড়িয়ে যেতে পারি অনায়াসে !
কু পিছুটান দেয় ফিরে যেতে,
আমি এগিয়ে চলি সামনে।
এগিয়ে চলি নির্ভীক সৈনিকের মতো।
যতদিন প্রাণ আছে দেহে।
অনেকেই মুখোশের আড়ালে লুকিয়ে
আমি এড়িয়ে চলি নিঃশব্দে।
তারমাঝে শিখেছি মানুষ কে মানুষ ভাবতে।
যেখানে জায়গা নেই পুরুষ কী নারীর ভেদাভেদ।
যা পাইনি তা নিয়ে আফসোস নেই আর।
আসলে তা আমার ছিলোই না কোনোদিন।