কবিতা : *বাঁচতে দাও* *নীহার কান্তি মন্ডল*
- কবিতা : *বাঁচতে দাও*
*নীহার কান্তি মন্ডল*
তোমরা তো স্বর্গেই বেশ ছিলে
জরামৃত্যুহীন অমরলোকে,
মর্তে কেন নেমে এলে মরতে!
বিশেষত এই অখন্ড ভারতে।
আদিকাল থেকে মানুষ তাদের জীবনযাপনে
প্রতিকূলতার বিরুদ্ধে নিরন্তর সংগ্রামেও
সঙ্গবদ্ধ মানুষেরা ছিলই তো খুব ভালো।
ক্রমশই ছড়িয়ে পড়ছিল সভ্যতার আলো।
তোমরা এলে বিভাজনের বীজমন্ত্র নিয়ে
মানুষে মানুষে করলে বহু ভাগে বিভক্ত
মানুষ হয়ে গেল হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ
তাতেও ষোলোকলা পূর্ণ হয় নি তোমাদের
হিন্দুকেও করলে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য
করলে জলচল জলঅচল দলিত অস্পৃশ্য
কয়েক হাজার ভাগে বিভাজিত।
তোমাদের প্রদর্শিত পথ ধরেই
বিভাজনের অবশিষ্ট দায়িত্ব
আধুনিককালে তুলে নিল রাজনীতি।
আরও পাল্টে গেল মানুষের পরিচয়
ভোটের রাজনীতিই সার কথা
মানবিকতা সহযোগিতা কিছু নয়
তাই মানুষ হয়ে গেছে দলদাস
কত অসংখ্য দলের ধ্বজাধারী
তাই দল-বেদলে আজ কত মারামারি।
দেবতার আগমনেও মর্ত যদি স্বর্গই না হয়
বরং ভয়াল ভয়ঙ্কর নরক হয়ে রয় —
আজ তবে এটাই হোক —–
নিরন্তর সুখের অমৃতলোক
ঠাকুর দেবতারা ফিরে যাও;
মর্তের মানুষকে তোমরা অন্তত
মানুষ পরিচয়ে বাঁচতে দাও।