প্রতুল ✒️✒️ উত্তম কুমার দাস
প্রতুল
উত্তম কুমার দাস
(১)
জীবন দর্শনের এঁটো বাসনে আজ পান্তাভাত সংরক্ষণ করেছে সভ্যতা।
পরিশ্রমে ক্লান্ত সমাজের অন্তর্বাস
আজ ঘেমো আঁশটে গন্ধে ভরে গেছে……..
পান্তার থালায় এক অভুক্ত ক্ষুধা!
নারীবাদী পুরুষের দল আজ পান্তা খোঁজে গরম ভাতের হাঁড়িতে।
পান্তার উপকারিতা বুঝেছে সমাজ…..
এটুকু গল্প সবাই জানে!
বাকিটা পরিণত……..
(২)
ধর্ষিত সমাজের বুক থেকে যখন আঁচলটা খসে পড়ে……..
তখন একটা ভুল নোটিফিকেশন আসে।
হরফ গুলো চেনা হলেও
সত্যতা যাচাইয়ের পথ টা আলাদা…..
সকলেই এক হাঁড়ি ফুটন্ত চাল থেকে দুটো ভাত তুলে নেয়!
কিন্তু মন-মস্তিষ্ক আর বিশ্বাসের রকমফের গুলো ওপারে বন্দী।
তাই দুই ঠ্যাং ফাঁক করে দাঁড়ালেই আউশের গাছগুলোকে মনে হয় যোনির ফাটল।
(৩)
সব উত্তর গুলো হারিয়ে গেছে
বোঝা না বোঝার মাঝে!
সে এঁটো বাসন হোক বা ফসল ঝরে যাওয়া
আউশের ক্ষেত……..……
মৌলিক প্রবাহ গুলো সব গ্রন্থিবিশেষ!
তাই স্রোতের ছবি তুলতে যাওয়া যেমন পাগলামি
ঠিক তেমনি এক পাগলামি বিধাতার ছবি আঁকা!
রোদের নাভিশ্বাস থেকে শব এর মুক্তির কান্না
পর্যন্ত সবটাই একটা কল্পনার সন্নিবেশ…………….
বাস্তবটা শুধু স্বপ্নদোষের প্রতুলতা।