মায়াবী আলোয় ✒️✒️ সুনৃতা রায় চৌধুরী
মায়াবী আলোয়
সুনৃতা রায় চৌধুরী
তুমি তো এক সাধারণ মানুষ!
একটু একটু করে আলোকবৃত্তে ঢুকে পড়েছো
আলোকে বেষ্টিত করে রেখেছ নিজেকে
অলাতচক্রের ঘূর্ণনে!
উচ্চাকাঙ্ক্ষার আলো তোমার চোখে
প্রচারের আলো তোমার মুখে
সৌভাগ্যের ছটায় চোখ ধাঁধানো আলোর মাঝখানে তুমি বসে।
কিন্তু তোমার মনের মাঝে সে আলো কই?
কে যে তোমায় পিছন থেকে টানে কোন্ সে ছায়ার দেশ থেকে
কবেকার ফেলে আসা ডাগর দুটি চোখ… তার ছায়ামায়া ঘন পল্লব..
কুলুকুলু নদীর ভাঙা ঘাটের পাশে ঝুরি নামা প্রাচীন ছায়াবট
তার ছায়ায় বসে মাছ ধরার সেই পুরোনো দিন ডাকে কেন তোমায়?
তোমাকে ঘিরে থাকা আলো আলো স্তাবকের দল
আলো জ্বলা সন্ধ্যায় চোখ ধাঁধানো যশ বৈভব
আলো ঠিকরে পড়া কাঁচের গেলাসে সোনা রঙ পানীয়
সব কিছুর মধ্যমণি তুমি….
আলোর জাল ছিঁড়ে তোমার বাইরে আসার পথ যে বন্ধ!
কিন্তু তুমি কোথায়?
তোমার আলোর বলয়ে তুমিই তো অদৃশ্য!
সবার চোখ আলোর দিকে, তোমার দিকে নয়।
বহিরঙ্গের আলোর মাঝে তুমি একা অন্ধকারে..
একদিন এই আলোর মায়া চোখে ধাঁধা লাগিয়ে ক্রমে নিভে যাবে
কোনো অন্ধকার কৃষ্ণ গহ্বর গ্রাস করে নেবে সব আলো
আর কি ফিরতে পারবে তখন সেই ছায়ার দেশে?
নাকি.. … তুমিও…….!!!
কলমে-সুনৃতা রায় চৌধুরী ©