বোকামার্কা জীবন ✒️✒️ রেশম লতা

বোকামার্কা জীবন
রেশম লতা

মিথ্যে শিখিনি তাই ক্রাইম পড়িনি
তয় হাছা-মিছার ফারাকটা ভালাই জানি গো ভাসুর ছাওয়াল___
লুৎফর উকিলও জানে, আইনের ফাঁক ফোকর কারে কয়!
আমিও কই, কই আমার ন্যায্য অধিকার?
জিহ্বায় কাঁঠালের স্বাদে যখন দামী মাংস
ভাবি, এবার তবে সরকার আমার দায়িত্বটা নিল!

ওই তো কল্যাণী ঘোষাল, পরথম শৈশবেই কল্যাণ তার আঞ্চলের গিঁট খুইলা পলাইছে
জামানের চোখ দেখেছে তার খোঁড়া পায়ে বেড়ে ওঠা__
রাতে উঠে আ’সভার গোপনকক্ষে, মোড়ের রাবণিতাও ঢুকে ঘরে
তাদের ময়লা নখের আড়ত ভেঙে
খইসে পড়ে দুঃখ
দেশের ঝুলে পড়া যোনি তবু খসে না
শালা বোকামার্কা জীবন
লেওড়া সময়কে লৌর মেরেও ধরতে পারে না।

অবশেষে অন্ধকার ছিঁড়ে কবি বের করেন রক্ত কবিতা
ওরা পড়ে আর হাসে
যেন আমরা শৌচাগারের মাছি!
বলি, হাতের মুঠোয় যখন আগুনের পুটলি জ্বলবে
নিরীহ জনগণ শব্দটা তখন থাকবে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *