ইতিহাসের উপসংহার ✒️✒️ দুলাল কাটারী
ইতিহাসের উপসংহার
দুলাল কাটারী
এই যে চারিদিকে এতো রক্ত রক্ত পিপাসা
ক্ষমতা ক্ষমতা লড়াই
আর মৃত্যু মৃত্যু ভাবনা,
-এই দেখে কোনো দিন কী মনে হয় না
এটা সভ্যতার জীবন্ত সংসার
নাকি হাড়গোড়ে ভরা দুর্গন্ধ ভাগাড়!
আমি তো কিছু বলি না-
বলে যায় তারা,
কঠোর সিদ্ধান্তে ওরাও দিশেহারা!
তবে,আঁজলা ভরা রক্ত কুড়িয়েও কিন্তু
বিজয়ীর হাতে’ই লেখা হয়ে যায়
পৃথিবীর বুকে ইতিহাসের উপসংহার।