***একটি রবি*** ✒️✒️ মধুমিতা
***একটি রবি***
মধুমিতা
এক রবিতে উজল হল হাজার রবি
রবিচ্ছায়ায় বসত করে লক্ষ কবি।
কলম যে তার ছড়িয়ে গেছে আলোর মত
ধার করে ঐ জ্বলছে তারা শত শত।
বনস্পতির ছায়ায় বাঁচে অযুত পাখী
হা ক্লান্ত, ক্ষুধাতুর সব প্রাণীও নাকি-
শরীর জুড়ায়,দু’দন্ড কাল কাটায় এসে
রবির ছায়ায় বসতে তারাও ভালোই বাসে।
সুরে সুরে সাজিয়ে রাখা গীতবিতান
সুর এবং বেসুরো দের সেই অভিধান।
প্রেম ও পূজায় সোচ্চার হোক নন্দিনীরা
ভাঙুক শিকল, গুঁড়িয়ে যাক্ ঐ পাষাণকারা।
সব ঋতুতেই দাপিয়ে বেড়ায় বৈশাখী ঝড়
জন্মকথায় বিভোর সকল শব্দ আখর।
তুমিই দিশা বেপথুমান, পথহারা দের
নাই বা বুঝুক,পুজোয় মাতে সেই বৃহতের।
সুযোগ বুঝে সবাই গোঁজে ময়ূর পালক
কাব্যাকাশে একটি রবি নাচায় ভূলোক।
সৃষ্টি সুখের উল্লাসে চির যুগের কবি
যুগে যুগে দাঁড়ান এসে সেই তো নবী।