অশ্লীল সিরিজ (১) ভাঙা মন্দির ✒️✒️ মধুপর্ণা বসু
অশ্লীল সিরিজ
(১)
ভাঙা মন্দির
মধুপর্ণা বসু
একসময় ঘড়ির কাঁটার সাথে মিলেমিশে যেতো শরীর।
প্রথম আলো ছুঁয়ে ছুঁয়ে তোমাকে আবিষ্কার করতে
এক যুগ জেগে থেকেছে উত্তেজক তরলের আঁচ।
বিরহের গান মিথ্যে মৈথুন খুঁজে নিত গোপনে-
আয়োজন সম্পূর্ণ করার তাগিদে।
নশ্বর সেসব আলবেলা অজুহাত,
গ্রীষ্মের দুপুর থেকে হিমাঙ্কের মধ্যরাত,
অবাধে ঘুরে ফিরেছে নিধুবনের গভীর নেশায়।
তারপর মন্ত্রতন্ত্র সিদ্ধ কাপালিকের মতো
তোমার অক্ষয় তাবিজ পড়ে নিয়েছে, সদ্য ভাঙা মন্দির।
(পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য মাইকেল এঞ্জেলোর ডেভিড, যা নিয়ে নুডিটি বিষয় নানা যুক্তিতর্ক আজও চলছে। ফ্লোরেন্স এর মিউজিয়ামের বাইরে একটি রেপ্লিকা)