তুমি কার… ! ✒️✒️ গীতশ্রী সিনহা

তুমি কার… !

গীতশ্রী সিনহা

আরও শক্ত ক’রে ধরো হাত, ধরো নুড়ি – পাথর
ধরো ভূমি, পশু ও পাখিদের ধরো শক্ত ক’রে
আরও শক্ত ক’রে ধরো বেঁচে থাকা, ধরো নক্ষত্র – জয়
ধরো চেয়ার, মন্ত্রী ও আমলাদের ধরো শক্ত ক’রে
আরও শক্ত ক’রে ধরো ধ্বজা,ধরো গল্প-কথা
ধরো দাদা,গাছের ও তলার ধরো শক্ত ক’রে
একটু এদিক হ’লে গোল
একটু ওদিক হ’লে গোল

বলো তুমি কোন দলে !

বলো তুমি কার…

আমি… !
আমি আছি আমোদে-প্রমোদে
কথার খেলাপ করে জ্ঞানপাপী সেজে
এঁচোড়ে পাকার মতো শব্দের বুলি নিয়ে
কবি থেকে মহা-কবি কবিতার খাতায়
আঁকুপাঁকু আঁচড়ে, কলমের ঝড় তুলে
প্রথম সারির সুরক্ষিত ধনীদের মতো
বিমানের পেটে ঢুকে সাহিত্য সভার সেল্ফিতে
ব্যস্ততা দেখাই…
গণভোটে রটে যায়… সরীসৃপ আজ মিডিয়ার পাতায়……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *