… নববর্ষ.. “তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ “.

…………. নববর্ষ…………
“তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ “…..
এ নতুনকে আমরা ধরে নিতেই পারি এক নতুন দিনের সূচনা রূপে। জীর্ণ-পুরাতনকে পিছনে ফেলে নতুন কোনো আশা বা স্বপ্নের দিকে দৃষ্টি ফেরাই। কিন্তু যা কিছু পুরোনো, সবকিছুকে সত্যিই মুছে ফেলা যায়? তার কিছু অংশ সযত্নে সঙ্গোপনে সঙ্গে নিয়েই চলতে হয়। হয় তো বা তার কিছুটা ক্ষণে ক্ষণে হারিয়ে ফেলি…কখনো জেনে কখনো বা অজান্তেই, তবু নতুনকে পেতে হলে পুরোনোর রেশটা থেকেই যায়। যাক না– ক্ষতি কি?….
কালবোশেখীর মাতন নিয়ে
আসুক নতুন বরষ।
দুলিয়ে দেবে, হেলিয়ে দেবে,
পুরানো সব আখর।
নতুন আশায় চলব আবার
নতুন অঙ্গীকারে,
প্রাচীন ‘কিছু’ হাতটি ধরে
চলবে সরে সরে।
সকল নিয়ে বাঁধব বাসা…
বিশ্ব নিয়ে সাথে!
মুছব শুধু দুঃখগুলিই ?
চলব নতুন পথে।
এমনি করেই আর একটা বছর আসবে… আবার জমবে সুখ-দুঃখের গাথা, জীবনের সঙ্গে মিশে যাবে ওতপ্রোতভাবে, চলার পথে ভুলভ্রান্তিতে রাস্তা যাবে ঢেকে …তবুও আবার আনন্দে মাতব আমরা…আবারও আসবে আর একটি নতুন বছর…….
নতুন বছর শুভ হোক সকলের জন্য।
শুভ নববর্ষ।।
******************* গীতালি।