একার জেগে থাকা ✒️ মৌসুমী মিত্র

একার জেগে থাকা
মৌসুমী মিত্র
সবাই জানে দিন শেষে তুমি একা ।
জনারণ্যে কোলাহল ,তবু কী ভীষন নিস্তব্ধতা ।
ঝিঁ ঝিঁ পোকার মত গুঞ্জন,—” দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না।”
হেরে গিয়েও হারতে না চাওয়ার আমরণ সংগ্রাম।
অরণ্যটা ভীষন একা !
কটকটে পোকাগুলো বিদ্রোহী, চিৎকার করে বলে,”লড়াই লড়াই লড়াই চাই ,লড়াই করে বাঁচতে চাই।”
খান খান হয়ে যায় নিস্তব্ধতা।
একসঙ্গে অনেকগুলো মানুষের হাহাকার,—- একটা মানুষ চাই , একটা মনের মত মানুষ ;
একটা মনের মানুষ।
ক্লান্ত পদক্ষেপে একটা মরুদ্যান —– শুধু একটা মানুষ।।