পূর্ণতা ✒️✒️ কুমকুম চৌধুরী
পূর্ণতা
কুমকুম চৌধুরী
তাপ আছে আগুনে সৌন্দর্য ফুল বাগানে
নুন আছে সমুদ্রে বহমানতা নদীতে
হাড়ি কড়াই এ কানায় কানায় পূর্ণ ভাত, ডাল, দুধ।
সেখানে পূর্ণতা, এখানে একলা হাইওয়ে..
আমি তোমায় গ্রহণ করেছি বার বার বর্জনের মতো।
যেটুকু তোমার ভেতরের সামাজিক বর্জ্য
স্তুপাকার ছাইয়ের ভেতর যেটুকু তোমার ডাল ভাতের বমন..
তাকেই অলংকার করে ঝুলিয়েছি দেহে পরম স্নেহে।
ভেবে দেখো..
পূর্ণতায় পূর্ণতা নাকি শূন্যতায় পূর্ণতা!
না থাকায় অনেকখানি থাকা নাকি সবখানেই জুড়ে থাকায় একটুও না থাকা!