মাটির পুতুল ✒️✒️ উত্তম কুমার দাস
মাটির পুতুল
উত্তম কুমার দাস
গড়েছে আজ কুমোর প্রতিমা
মাটির মন্ড দোলে
পুজিবে যে জন মন্দিরে আজ
মন্ত্র প্রদীপ জ্বেলে।
মাটির দেবতা মানুষের গড়া
চরণে নোয়াই মাথা
বিধাতার আজ এমন মহিমা
অবুঝ মনেতে গাঁথা।
দেবতা গড়েছে রক্ত মাংসে
মানুষ পুতুল যত
হিংসার ঘোরে কাটছে মাথা
হিসেব রাখবে কত।
তাই আমি আজ বিষাদ চিত্তে
মানুষের গান গাই
কুমোর গড়ুক মাটির প্রতিমা
মনের ভেতরে ঠাঁই।
ঈশ্বরে গড়া মানুষ পুতুলে
ভাই ভাই লড়ে মরে
মানুষে গড়া মাটির পুতুলে
পুজো হয় ঘরে ঘরে।
তন্ত্রে মন্ত্রে দেবতার পুজো
মাটির পুতুল খানি
ভক্তির রসে শ্রদ্ধা মিনতি
কতটা সফল মানি।
শক্তির পুজো শক্ত মাটিতে
সর্ব শক্তিমান
শক্তির গান দুর্বলও করে
নয় তা অসন্মান।
সংসারে যত ধাতব শিল্পী
চারুকলা ভাস্কর
তাদের সৃষ্টি কথা বলে ওঠে
দেখে হাসে ঈশ্বর।