কথা ✒️✒️ মৌসুমী মিত্র

কথা
মৌসুমী মিত্র
…………………….
তোমাকে নিয়েই কাটবে জীবন।
দেখেছি তোমার অনির্বচনীয় রূপ
তুমি-ই কি তবে সেই সৃষ্টির বিশ্বরূপ?
কথার পাহাড় সব ছাপিয়ে মাথা তুলে দাঁড়ায়,
মন বারান্দায় কথার ফানুস,
মেঘের গায়ে লিখছে কথা মেঘের পালক।
রঙ মিশিয়ে শব্দ পাহাড় গলছে রসের ধারা
ভাবের আভাস তুলছে ঢেউ কথার খেয়া পাগলপারা ।
যেদিকে চাই কথার মেলা বিকায় হাটে বাজারে —-
দেখছি বসে মুগ্ধ চোখে আমার প্রিয়ারে
——তার নিরলঙ্কার বিশ্বরূপ।।